সমাজের আলো : সাতক্ষীরায় জাতীয় মহিলা ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভিনকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা পুলিশ। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, মাসুরা পারভিনের বাবা রজব আলী, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান আশু, মাহমুদ হাসান মুক্তি প্রমুখ।
সংবর্ধনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসুরা পারভিনের হাতে ক্রেস্ট ও ১ লক্ষ টাকা তুলে দেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, ‘মেয়েদের জন্য আলাদা মাঠের ব্যবস্থা করা হবে। সাবিনা ও মাসুরার মত প্রতিভাবান খেলোয়াড়রা অনেক পরিশ্রম করে তাদের জায়গা তৈরী করে নিয়েছেন। আমরা তাদের সংবর্ধনা দিতে পেরে গর্বিত’।
সাংবাদিকদের সাথে মাসুরা পারভিন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সাতক্ষীরার মানুষের ভালোবাসা ও সংবর্ধনা পেয়ে আমি অনেক গর্বিত। বেশ কয়েকবছর আগে হাফপ্যান্ট পরে মেয়েদের ফুটবল খেলতে দেখলে মানুষ তীর্যক মন্তব্য করতো। এখন বিষয়টা অনেক স্বাভাবিক হয়ে গেছে। ২০১০-১১ সালে সাতক্ষীরায় মেয়েদের ফুটবল খেলা খুব বেশী জাকজমক ছিলো না কারন তখন মাঠের অনেক সংকট ছিলো’।
ফুটবল মাঠের সংকটের মাঝেও তার মত খেলোয়াড় উঠে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন খেলোয়াড়দের উঠে আসা এখন তুলনামূলক সহজ। কারন এখন মাঠ আছে, প্রশাসন সবকিছু দেখাশোনা করে’।
সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপর এক সংবর্ধনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এসময় তিনি মাসুরার হাতে ফুল, ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এতে আরও উপস্থিত ছিলেন মাসুরা পারভিনের বাবা রজব আলী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স ম কাইউম, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান আশু, মাহমুদ হাসান মুক্তি প্রমুখ –

