নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে ফুটবল খেলার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ কুমার মল্লিক, মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার, এশিয়া টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, মাই টিভির জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবু প্রমুখ। সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর খেলায় ফিকচার অনুযায়ী ডিবি ইউনাইটেড হাইস্কুল বনাম জি-ফুল বাড়িয়া দর্গা শরীফ আলিম মাদ্রাসার মধ্যে খেলার কথা থাকলেও জি-ফুল বাড়িয়া দর্গা শরীফ আলিম মাদ্রাসার খেলোয়াড়রা অনুপস্থিত থাকায় ডিবি ইউনাইটেড হাইস্কুল দ্বিতীয় রাউন্ডে চলে যায়। অপর খেলায় ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসা বনাম গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এ্যান্ড কলেজ এর মধ্যকার খেলার কথা থাকলেও ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার খেলোয়াড়রা অনুপস্থিত থাকায় গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এ্যান্ড কলেজ দ্বিতীয় রাউন্ডে চলে যায় এবং অপর খেলায় গাভা মাধ্যমিক বিদ্যালয় বনাম জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার খেলার কথা থাকলেও গাভা মাধ্যমিক বিদ্যালয় খেলায় অনুপস্থিত থাকায় জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয় নিয়ম অনুযায়ী দ্বিতীয় রাউন্ডে চলে যায়। অপর খেলায় গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এ্যান্ড কলেজকে ৩-২ গোলে হারিয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুল সেমিফাইনালে পৌছে গেছে। খেলার ম্যাচ রেফারী ছিলেন হাবিবুর রহমান ও মনোরঞ্জন কুমার বিশ^াস। মাঠ পরিচালনা করেন কনক কুমার মাঝি, কবিরুল ইসলাম সুজন ও মিজানুর রহমান। সোমবার ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের খেলায় অংশ নেবে গোবরদাড়ি দাখিল মাদ্রাসা বনাম পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় বনাম ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আবুবক্কর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা বনাম মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়। সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *