সমাজের আলো : সাতক্ষীরার তালায় গাঁজা রাখার অপরাধে হাশেম আলী সরদার (৫২) নামে একজনকে তিন মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। হাশেম আলী সরদার যশোর কেশবপুর উপজেলার মৃর্জাপুর গ্রামে মৃত আসমতুল্লাহ সরদারের ছেলে। এলাকাবাসী জানায়, তালা উপজেলার জেঠুয়া এলাকার থেকে গাঁজা সহ আটক করে পুলিশ। পরে বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তাকে তিন মাসের সাজা প্রদান করেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

