সমাজের আলো : আমফানের ক্ষত কাটিয়ে ওঠার আগেই আবারও ভাঙ্গল সাতক্ষীরার উপকূলীয় বাঁধ। লোনা পানিতে ভাসছে সাতক্ষীরা উপকূল। সিডর, আইলা, ফনি, বুলবুল, আমফানসহ বিভিন্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে এর আগে বাঁধ ভেঙ্গে ডুবেছিল সাতক্ষীরার উপকূল। কিন্তু এবার ঘূর্ণিঝড় ইয়াস সাতক্ষীরা উপকূলে আঘাত না হানলেও ভরা পূর্ণিমায় উত্তাল জোয়ার আর জেলোচ্ছ্বাসে সাতক্ষীরার ৩টি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উপকূলীয় বাঁধ ভেঙ্গে ও উপচেপড়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বুধবার ইয়াস ভারতে আঘাত হানলেও বৃহস্পতিবার দিনভর সাতক্ষীরা উপকূলজুড়ে ছিল ইয়াসের প্রভাব। দমকা বাতাস আর নদীর উত্তাল পানিতে বৃহসস্পতিবার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৫টি ইউনিয়নের ১১টি পয়েন্টে নতুন করে বেড়িবাঁধ ভেঙ্গে প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার রাতে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে যে বাঁধগুলো নিয়ন্ত্রণে নিয়েছিল বৃহস্পতিবার সেগুলো ফের ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়েছে। আর এই ভয়াবহ অবস্থার জন্য ষাটের দশকে নির্মিত পুরনো জরাজীর্ণ বেড়িবাঁধকে দায়ী করছেন স্থানীয়রা । সিডর, আইলা ও সর্বশেষ আমফানের আঘাতে বিধ্বস্ত উপকূলীয় বেড়িবাঁধগুলো টেকসই বেড়িবাঁধ হিসাবে নির্মাণের দাবি করা হলেও এ দাবি বাস্তবায়িত হয়নি। ফলে এবার সামান্য পানির চাপেই উপকূলজুড়ে বাঁধগুলো বিধ্বস্ত হয়েছে। গত বছর আমফানে বিধ্বস্ত উপকূলীয় বাঁধ বিধ্বস্ত হওয়ার পর দাবি উঠেছিল ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। আর এবার ইয়াসে জরাজীর্ণ বাঁধ বিধ্বস্ত হওয়ার পর টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জোরাল হয়েছে। বৃহস্পতিবার জোয়ারের পানির চাপে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ১৪টি গ্রামের মধ্যে ১১টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ইউনিয়নের দক্ষিণ ঝাপা এলাকায় ভেঙ্গে যাওয়া বাঁধের ১০টি অংশ দিয়ে পানি ঢুকে পুরো ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখন পানিতে ভাসছে । পূর্ব ঝাপায় দেড় কিলোমিটার রাস্তা বিলীন হয়ে গেছে। কাঁচা ঘরবাড়ি পানিতে ডুবে আছে। বেড়িবাঁধের প্রায় ২ কিলোমিটার এলাকা পানিতে ভেসে গেছে বলে বৃহস্পতিবার বিকেলে জানান শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। এই ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট আতাউর রহমান জনকণ্ঠকে বলেন, তার ইউনিয়নের ৩৫ হাজার জনগণের মধ্যে ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইউনিয়নজুড়ে চলছে জোয়ার-ভাটার খেলা। বৃহস্পতিবার নতুন করে বাঁধ ভেঙ্গেছে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের দুর্গাবাটি এলাকা। এ ছাড়া পানখালি, গাবুরা ৩ এলাকায় ভেঙ্গেযাওয়া বাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বৃহস্পতিবার বিকেলে জনকণ্ঠকে জানান, কুড়িকাউনিয়া, বাউনডাঙ্গা, নরানাবাদ, বড়দল এলাকার ভেঙ্গেযাওয়া বাঁধের ৬টি পয়েন্ট দিয়ে গ্রামগুলোতে পানি ঢুকছে। জোয়ারে প্রবল পানির চাপের কারণে এগুলো নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়নি। নদীতে তুফান চলছে। আর এ কারণে আগামী ৩ থেকে ৪ দিনের আগে ভেঙ্গেযাওয়া বাঁধ মেরামত বা নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন জনপ্রতিনিধিরা।

এদিকে ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে বিপুলসংখ্যক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভেসে গেছে কয়েকশ’ চিংড়ি ঘের ও ফসলিক্ষেত। নষ্ট হয়েছে সুপেয় পানির আধার পুকুরগুলো। পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনি উপজেলার প্রধান প্রধান সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। আশ্রয়কেন্দ্রে না উঠলেও গবাদিপশু ও হাঁস, মুরগি নিয়ে বহু মানুষ বাড়ির নিকটবর্তী উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এদিকে দেবহাটা উপজেলার ইছামতী নদীর কোমরপুর নামকস্থানে বেড়িবাঁধ উপচে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। কালিগঞ্জের পূর্ব নারায়ণপুর গ্রামের জব্বারের মাছের ঘের সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলা হাসপাতাল, আব্দুস সামাদ স্মৃতি মাঠ, বাস টার্মিনালসহ বেশ কয়েকটি গ্রাম কাঁকশিয়ালী নদীর পানিতে তলিয়ে গেছে। সার্বিক বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল গণমাধ্যমে বলেছেন, তার কাছে শ্যামনগরের ১২টি পয়েন্টে ভাঙ্গন ও বাঁধ উপচে এলাকা প্লাবিত হওয়ার খবর রয়েছে। তাৎক্ষণিকভাবে উপজেলা পর্যায়ে সরকারী টাকা ও চাল বরাদ্দ দেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *