সমাজের আলো : সাতক্ষীরা-যশোর সড়কে কাঠ বোঝাই একটি নছিমনের ধাক্কায় সদর উপজেলার কাশেমপুরে সাবেক ইউপি মেম্বার হাবিবুর রহমান ওরফে ছোট খোকন(৩০) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত নাসের সরদারের ছেলে। বুধবার অনুমান সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে এ দূঘর্টনা ঘটে। প্রত্যাক্ষদর্শরীরা জানান, প্রতিদিন হাবিবুর রহমান ছোট খোকন সকালে সড়কে হাটতে যায়। একপর্যায়ে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে থেকে হাবিবুর রহমান ছোট খোকন পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা কাঠ বোঝাই একটি নছিমন সাতক্ষীরা-যশোর সড়কের পথিমধ্যে শিশু হাসপাতালের সামনে পৌছলে হাবিবুর রহমান ছোট খোকনকে ধাক্কা মারে। এসময় হাবিবুর রহমান ছোট খোকন আহত হয়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওযার পথে সে মারা যান। সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। হাবিবুর রহমান ছোট খোকনের দূঘর্টনায় মৃত্যু বিষয়ে সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কবির নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একইসাথে নছিমনটি আটক করা হয়েছে বলে তিনি জানান




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *