সমাজের আলো : পরিবহনের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহানুর রহমান সাগর (৪০)। তিনি সাতক্ষীরা শহরতলীর রইচপুরের ইনসাফ আলী সরদারের ছেলে।মৃতের স্বজনরা জানান, সাগর শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা শহর থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাঁকাল ক্লোড স্টোরেজ এর সামনে শ্যামনগর থেকে থেকে ঢাকাগামি শ্যামলী পরিবহন তার মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে তিনি মারাত্মক জখম হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাটকেলঘাটা নামক স্থানে তার মৃত্যু হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *