সমাজের আলো:  পুলিশের অভিযানে জব্দকৃত ৬৫৫ বস্তা গম আম্পান কবলিত ৩ টি ইউনিয়নে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এ নির্দেশ প্রদান করেন সোমবার।
এর আগে এ মামলার পিপি (দুদক) জব্দকৃত আলামত পচনশীল হওয়ায় এর মধ্য থেকে ৫ কেজি নমুনা স্বরুপ রেখে বাকী সব আলমত বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহনের উক্ত আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে উক্ত আদেশ দেন।
এ মামলার নথি ও দরখাস্ত (পিপির আবেদন) পর্যালোচনা শেষে আদলতের বিচারক জানতে পারেন যে, গত ২৫.০৬.২০২০ তারিখে সাতক্ষীরা ডিবিপুলিশের এস আই হুসাইন মোস্তফা আলম ৬৫৫ বস্তা গম (৩৯,৩০০ কেজি) জব্দ তালিকা মূলে জব্দ করেন।
পরে কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি নং ১৬৪৫, তাং- ২৬/৬/২০২০ ধারা ফৌঃকাঃ বিধি ৫৪ মোতাবেক আসামী শহীদুল ইসলাম, আব্দুল গণি, লিয়াকত সরদার এবং আবু খালেক কারিগরদের গ্রেফতার করে আদালতে হাজির করেন এবং দুর্নীতি দমন কশিমন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ বর্ণিত ৩ টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জনগনের মাঝে বন্টন শেষে আদালতকে একটি বন্টন প্রতিবেদন দাখিল করার জন্যও ওই আদেশে বলা হয়েছে। একই সাথে আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপার সাতক্ষীরা, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনা ও বিজ্ঞপিপি দুদক বরাবর প্রেরন করার জন্য বলা হয়। উক্ত ভার্চুয়াল শুনানিতে এ সময় অংশ নেন দুদকের পিপি এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু ও জেল সুপার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *