সমাজের আলো : সাতক্ষীরায় প্রতিপক্ষ প্রার্থীকে ঘায়েল করতে আওয়ামী লীগের দুর্বল প্রার্থীরা নাটক সাজাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ষড়যন্ত্র করে নিজেদের অফিস নিজেদের লোকজন দিয়ে ভাংচুর ও পোড়ানোর মতো ঘটনাও ঘটানো হচ্ছে বলে অভিযোগে বলা হচ্ছে। এতে করে প্রতিপক্ষ প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।সূত্র বলছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার নজরুল ইসলামের নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।সূত্র বলছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার নজরুল ইসলামের নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ, আগের রাতে ব্যালট কেটে বাক্স ভর্তি করার সুযোগ কমে যাওয়ায় প্রতিপক্ষরা যাতে ব্যুথে পোলিং এজেন্ট দিতে না পারে ও তাদের সক্রিয় কর্মীরা যাতে ভোটের দিন নির্বাচনী মাঠে না থাকতে পারে সে জন্য পরিকল্পিত হামলা, প্রচার মাইক ভাঙচুর ও নির্বাচনী অফিস ভাঙচুরের নাটক সাজিয়ে মিথ্যা মামলা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সরদার জানান, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট করছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজনগর বাজারে তার নির্বাচনী কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে নির্বাচনী অফিসে থাকা বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার ছবিসহ নৌকার ফেস্টুন ব্যানার পোস্টার, বস্তার বেড়া পুড়ে যায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এদিকে সদর উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম সাংবাদিকদের জানান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম একজন জনপ্রিয় ব্যক্তি। তাছাড়া এ ইউনিয়নে নৌকা প্রতীক চেয়ে আবেদন করেও ব্যর্থ হন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ। বর্তমানে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের চেহারা দেখাই যায় না। এমন এক পরিস্থিতিতে হঠাৎ করে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

