সমাজের আলো:  বাঁকাল এলাকায় দারুলহাদিস আহমাদিয়া মাদরাসায় আয়োজন করা হয় দু’টি মাদরাসার নাইটগার্ড ও আয়া নিয়োগ প্রক্রিয়া। অভিযোগ, প্রায় ৫০ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। গোপনে নিয়োগ প্রক্রিয়ার সকল প্রস্তুতি নেয়া হয়। নিয়োগের এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন- কয়েকজন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ মাদরাসা সংশ্লিষ্টরা। তবে এ ঘটনায় সংবাদ করতে গেলে একে একে পালিয়ে যান সবাই। ভেতর থেকে দরজা বন্ধ করে দেন মাদরাসা সুপার। এরপর নিয়োগ পরীক্ষা বাতিল করে দেন মাদরাসা অধিদপ্তরের সহকারী পরিচালক।

সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার স্থানীয়রা জানিয়েছেন, কাশিয়াডাঙ্গা দাখিল মাদরাসা, সরুলিয়া কিয়ামিয়া দাখিল মাদরাসা ও বড়বিলা সোনিয়া দাখিল মাদরাসায় নাইট গার্ড ও আয়া পদে নিয়োগের জন্য নাইট গার্ড পদে ১০ লাখ ও আয়া পদে পাঁচ লাখ টাকা করে উত্তোলন করা হয়। টাকা উত্তোলনের মাধ্যমে সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকায় একটি মাদরাসায় গোপনে নিয়োগ প্রক্রিয়া শুক্রবার সম্পন্ন করার ব্যবস্থা করা হয়। এর সঙ্গে জড়িত রয়েছে কয়েকজন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ মাদরাসা সংশ্লিষ্টরা।

শুক্রবার বেলা ১১টার দিকে বাঁকাল এলাকার ওই মাদরাসায় গিয়ে দেখা যায়, নাইট গার্ড, আয়া পদে যারা ইতোমধ্যে টাকার মাধ্যমে চূড়ান্ত হয়েছেন, তারাসহ পরীক্ষা দেওয়ার জন্য আরও দুইজন করে পরীক্ষার্থী রয়েছেন। তাদের কাছে জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করলেও একজন স্বীকার করে বলেন, সেখানে চাকরির পরীক্ষা ও নিয়োগের জন্য হাজির হয়েছেন। তবে কেউই নিজের পরিচয় দিতে রাজি হননি।

শহরের বাঁকাল এলাকায় দারুলহাদিস আহমাদিয়া মাদরাসায় উপস্থিত থাকা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টরা কিছু না জানিয়েই একে একে পালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে মাদরাসাটির পরিচালক দাবি করা আলতাফ হোসেনও অফিস রুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন।

এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে ওই মাদরাসায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাজির হন মাদরাসা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মুকিব। গোপনে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন ও তথ্য গোপনের বিষয়টি অবহিত করা হলে তিনি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *