সমাজের আলো : সাতক্ষীরা জেলায় বধ্যভূমি স্থাপনের দাবিতে বধ্যভূমি সংরক্ষন কমিটির আয়োজনে রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে সাতক্ষীরা জেলায় বধ্যভূমি স্থাপনের দাবিতে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ সুভাষ সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ আবু আহমেদ,সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, বীর মুক্তিযোদ্ধা এড, মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা এড, ইউনুস আলী,জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, লায়লা পারভীন সেঁজুতি, কবি সৌহার্দ্য সিরাজ, কবি মনিরুজ্জামান মুন্না, কবি মম্ময় মনির, এড,ফাহিমুল হক কিসলু, ডাঃ সুশান্ত ঘোষ, সশরীফুল্লাহ কাইসার সুমন, আমিনা বিলকিস ময়না, দিদারুল আলম হেলাল, আরশাফ সরদার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমীন উদ্দীন প্রমুখ।এ সময় আলোচকগণ ২৫ শে মার্চের মধ্যে বধ্যভূমি স্থাপনের জোর দাবী জানান। না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

