সমাজের আলো: সাতক্ষীরার শ্যামনগরে হিমাংশুগং কর্তৃক ১নং খাস খতিয়ানের ডিসিআরকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে মামলা, বাড়িঘর ভাংচুর, অগ্নি সংযোগ, মারপিট, লুটপাট ও খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার বদঘাটা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী নাজমা খাতুন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমিসহ বদঘাটা ও কাচড়াহাটি গ্রামের মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে সাখাওয়াত হোসেন, নুরুজ্জামানের স্ত্রী নাজমা বেগম, মৃত মাদার বক্সের ছেলে শামছুর রহমান ধুলো, দেলোয়ার হোসেনের ছেলে কালু গাজী, মুজিবর রহমানের ছেলে আসাদুজ্জামানসহ আমরা ১২টি পরিবার শ্যামনগরের কাচড়াহাটি (নন্দীগ্রাম) মৌজায় জেএল ২২, বিএস খতিয়ান নং-০১ দাগ, ৫৮০/৭৪৩, ১নং খাস খতিয়ানের সম্পত্তি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু এলাকার চিহ্নিত ভূমিদস্যু ভূপেন্দ্র মন্ডলের ছেলে হিমাংশু কুমার, আনন্দ কুমার মন্ডলের ছেলে অনাথ মন্ডল, নিরাপদ মন্ডলের ছেলে কিশোরী লাল মন্ডল, মৃত রবীন্দ্র নাথ মন্ডলের ছেলে উৎপল কুমার মন্ডল, অভিলাষের ছেলে সুধীর মন্ডল গং উক্ত সম্পত্তি থেকে আমাদের জোরপূর্বক উচ্ছেদ করে অবৈধভাবে দখলের চক্রান্ত করতে থাকে। নাজমা খাতুন অভিযোগ করে বলেন, আমাদের ইজারা নেয়া সম্পত্তি অবৈভাবে দখলের উদ্দেশ্যে ভূমিদস্যু হিমাংশু গংরা বিভিন্ন সময়ে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে আমাদের পরিবারের পুরুষদের নামে একাধিক মিথ্যে মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে।

