সমাজের আলো : ২০২১-২২ অর্থবছরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী মহিলা উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ কাজী আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মেহেদি মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জি এম এ গফুর, অনাবাদী পতিত জমিতে বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের পরিচালক মো: মাইদুর রহমান, সাতক্ষীরা খামারবাড়ির উপ-পরিচালক নুরুল হোসেন, সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আমজাদ হোসেন, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার এস এম খালিদ সাইফুল্লাহ, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, বিনেরপোতা বারি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ওলি আহমেদ ফকির, উপসহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জী প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজী আব্দুল মান্নান বলেন, পরিবারে পুষ্টির চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় বেশি বেশি ফল চাষ করতে হবে। এর মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব।
প্রশিক্ষণে অংশ নেয়া ৫০জন মহিলাকে বাড়ির আঙিনায় ফল চাষের উপর ধারণা দেয়া হয়। পরে অতিথিবৃন্দ সাতক্ষীরা হর্টিকালচার সেন্টার পরিদর্শন করেন এবং স্মারক বৃক্ষরোপণ করেন।

