সমাজের আলো : সাতক্ষীরায় গুম বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে রোববার বেলা ১১টায় শহরের ইটাগাছা এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শের আলী, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড: নুরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়াম্যান মাসুদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল হক, সদস্য সচিব সফিকুল আলম বাবু, দেবহাটা উপজেলা আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেুৃবৃন্দ।

বক্তারা বলেন, এই সরকারের আমলে সারাদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম ও খুন হয়েছে। অথচ এই গুম ও খুনের সাথে যারা জড়িত তাদের আজ পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি। বক্তারা এ সময় গুমের শিকার নিখোঁজ এসব নেতাকর্মীদের অবিলম্বে খুঁজে বের করে দেওয়ার জোর দাবী জানান। তারা আরো বলেন, ২০১১ সালের ২৮ মে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আলিপুর ইউপি চেয়াম্যান আব্দুর ওফফের ছেলে আবু সেলিমকে গুম করা হয়েছিল। আজ পর্যন্ত তার কোন খোঁজ ও বিচার হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *