সমাজের আলো : সাতক্ষীরা সদরে ঋশিল্পি এলাকায় বিদ্যুৎস্পর্শে এক ঘের ব্যবসায়ী আব্দুল আওয়াল( ৩৫)মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের মৃত্যু নজরুল ইসলামের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়াল আজ সকাল আট টার দিকে ঘেরে পানি উত্তোলনের জন্য আব্বাস মিয়ার বাগান বাড়ি সংলগ্ন বাসারের ঘেরের মটর চালু করার সময় বিদ্যুৎস্পর্শে মারা যান। ঘের পাটনার নুরুজ্জামান নুরু জানান, সকালে সে সহ রবিউল ইসলাম ও আওয়াল মাঠে ধান কাটতে যায়। এক পর্যায় তারা তিনজন বাড়ির পথে আসতে আওয়াল নিজ ঘেরে পানি উত্তোলনের জন্য বাসারের ঘেরে মটর চালু করতে গেলে বিদুৎস্পর্শে তার মৃত্যু হয়। নুরু আরোও জানান,রবিউল জানতে পারে আওয়াল মটরের তারে জড়িয়ে পড়ে আছে জরুরী খবর পেয়ে ঘটনাস্থালে যেয়ে আওয়ালকে উদ্ধার করে শহরের চায়না বাংলা হাসপাতাল ( সিবি) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

