আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ অপেক্ষার পর এবং এবং মৃত্যুর ১১ দিন পর দেশে আসে চায়না বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী একেএম আনিছুর রহমানের মরদেহ।সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার সময় একেএম আনিসুর রহমানের জানজা নামাজ সাতক্ষীরা শহরের বাটকেখালি কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং পরে তার পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে অংশ নেন সাতক্ষীরার সকল শ্রেণীপেশার হাজারো মুসল্লী।এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন সাতক্ষীরা সদর আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা বি এনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা প্রমুখ।
রবিবার বিকালে দুবাই থেকে বিমান যোগে তাঁর মৃতদেহ ঢাকায় আনা হয়। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সিবি হসপিটালের একটি এম্বুলেন্সযোগে তার মরদেহ সাতক্ষীরায় আনা হয়।সন্ধায় মরদেহ সাতক্ষীরায় পৌছায়। বরসা এনজিও এর পরিচালক, সুন্দরবন এলাকার বরসা রিসোর্ট ও বরসা ট্যুরিজমের সত্ত্বাধিকারী, চায়না বাংলা শপিং সেন্টার ও চায়না বাংলা ফুডস এর মালিক, শহরের সিবি হসপিটালের এমডি একেএম আনিসুর রহমান গত ১৬ ডিসেম্বর বেলা ১টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

