সমাজের আলো: সাতক্ষীরা জেলার ২৫ লক্ষ মানুষের জীবন মানের উন্নয়ন ও সমৃদ্ধি, লক্ষ লক্ষ যুবক যুবতীর দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলার জন্য এই জেলায় একটি বিশ্ববিদ্যালয় চাই এই দাবীতে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখা প্রতি সপ্তাহে সোমবার বিকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করে থাকে। জর্জকোর্টের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সম্মুখে ২৫ জানুয়ারি অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী। ২০২১ সালের বাজেটে সাতক্ষীরা জেলার জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অর্থ বরাদ্দের দাবী জানিয়ে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। বক্তৃতায় বলেন এই জেলায় স্বল্প আয়ের শ্রমজীবী কর্মজীবী, পেশাজীবী জনগণের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা লাভের সুযোগ করে দেওয়ার জন্য এ বছর থেকে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে সরকার বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিতে পারেন। এই অনুষ্ঠানে সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম, জেলার পৌর নেতা আশরাফ সরদার, আব্দুল্লাহ বিশ্বাস, ছাত্রলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, তালা জাসদ নেতা দেবাশীষ দাস, পলাশ ব্যানার্জীসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তৃতা করেন। কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তৃতা করেন ওয়াকার্স পাটি নেতা মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেন, বাংলাদেশ ছাত্রমৈত্রী সভাপতি সাকিব মোড়ল, এড. সাচ্চু, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, অর্থনৈতিক জন গড়ে তোলা, জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির দাবীতে বক্তৃতা করেন পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, এবছর সাতক্ষীরা জেলার (০৪) চারজন সংসদ সদস্যের পার্লামেন্টে সাতক্ষীরা জেলার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে দাবী তোলার আহ্বান জানান বক্তাগণ। প্রেসবিজ্ঞপ্তি

