সমাজের আলো: সাতক্ষীরার নগরঘাটায় আসামীরা মামলা তুলে নিতে বাদিকে খুন, জখম ও মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের মোঃ রহমত আলী আনসারীর ছেলে মোঃ সুজন হোসেন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একই এলাকার মালেক আনছারীর ছেলে শরিফুল আনসারী
গংয়ের সাথে জমিজমা নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। উক্ত জমি নিয়ে আদালতে
মামলা হলে আদালত জমিতে না যাওয়ার জন্য উভয় পক্ষের প্রতি নিষেধাজ্ঞা জারি
করে। গত ২০ মে রাতের ঘুর্নিঝড়ে ওই জমিতে লাগানো দু’টি মেহগনি গাছ উপড়ে
পড়ে। শরিফুল আনাসারী গংরা ওই গাছ দু’টি জোরপূর্বক কেটে নিতে আসলে আমরা
বাবা রহমত আলী আনসারী ও ভাই সবুজ বাধা দিয়ে বলে আদালতের নির্দেশনা ছাড়া
গাছ কাটা যাবেনা। এসময় তারা আমার বাবা ও ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে
খুন জখমের হুমকি দেয়।
সুজন হোসেন আরো বলেন, ২১মে বিকাল ৩টার দিকে শরিফুল আনসারীর নেতৃত্বে
আব্দুস সোবহান আনসারীর ছেলে কামরুল আনাসারী ও ইকবাল আনসারী, গফ্ফার
অনছারীর ছেলে আসাদ আনছারী, আবু বাক্কার আনছারীর ছেলে জিল্লু আনসারী ও
সেলিম আনছারী, মৃত মুসা আনসারীর ছেলে জিয়ারুল আনসারী গংরা লোহার রড,
কুড়াল ও বাঁশের লাঠি নিয়ে আমাদের বাড়ির সীমানায় ঢুকে আমার বড় ভাই সবুজ ও
বৃদ্ধ বাবাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় আমাদের ডাকচিৎকারে স্থানীয়রা
ছুটে আসলে হামলাকারিরা চলে যায়। এসময় গুরুতর আহত আমার বাবাকে একটি ভাড়ার
মটরসাইকেলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে জিল্লু আনছারীরর নেতৃত্বে
দ্বিতীয় দফায় তার উপর হামলা চালানো হয়। এসময় তারা মটর সাইকেলটি ভাংচুর
করে এবং চালক আলমগীর ও সাথে থাকা সাহেব আলীকেও মারপিট করে। এঘটনায় আমার
মা বাদি হয়ে স্থানীয় পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, থানায় মামলা রেকডের পর শরিফুল আনসারী ও জিল্লু আনছারী
গংরা আরো বেপরোয়া হয়ে উঠে এবং মামলা তুলে নিতে প্রকাশে আমাদেরকে হুমকি
ধামকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আদালতের রায়ের অপেক্ষা না করে তারা
ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা আমাদের খুন জখম করে সম্পত্তি দখল করে নিবে
বলে হুমকি অব্যহত রেখেছে। মামলার কোন আসামি গ্রেফতার না হওয়ায় তারা
এধরনের । তিনি হামলাকারিদের দ্রুত
গ্রেফতারপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ
সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

