সমাজের আলো : দুটি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে সিআইডির সাতক্ষীরা অফিসের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে ।গ্রেফতারকৃত আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ডুমুরতলার মোজাম্মেল হক সরদারের ছেলে আতাউর রহমান বাবলু ও মুকুন্দপুর গ্রামের সুলতান দালালের ছেলে রফিকুল ইসলাম।সিআইডি সাতক্ষীরার পরিদর্শক আক্তারুজ্জামান জানান, ২০২০ সালের ২২ জুন সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরের রাখালতলা থেকে অজ্ঞাত ব্যক্তিরা দুটি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। পরে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মামলার মূল রহস্য উদঘাটন ও আসামিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় সিআইডি। আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর সিআইডির সদস্যরা প্রযুক্তি ব্যবহার করে ২২ মে সাতক্ষীরা সদর উপজেলার ডুমুরতলার মোজাম্মেল হক সরদারের ছেলে আতাউর রহমান বাবলুকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ২৫ মে মুকুন্দপুর গ্রামের সুলতান দালালের ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *