সাতক্ষীরা প্রতিনিধি : শিশু হত্যার ঘটনায় একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১ টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় প্রদান করেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামির নাম আশরাফুল ইসলাম। তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুভাষনি গ্রামে।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড, আব্দুল লতিব জানান,২০১৩ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের রিয়াদ [৮]কে হত্যা করা হয়। পুলিশ তার বাড়ি থেকে ১০ কিলোমিটার দূর সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। নিহত রিয়াদ সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। এ ঘটনায় নিহত শিশুর পিতা বাদি হয়ে আশরাফুল ইসলামকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ এ মামলায় চার্জশীট প্রদান করেন।

