সমাজেরআলো ঃ জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ০৩ ফেব্রুয়ারী ) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. এ খালেকের সঞ্চলনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সরদার শরিফুল ইসলাম, আজিজুল হক, শাহাজালাল, যুগ্ন সম্পাদক, শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, জাহিদ খান, মীর মনিরুজ্জামান, জাহিদুর রহমান জাহিদ, দেবহাটা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, শ্যামনগর উপজেলার সভাপতি কামরুল হায়দার নান্টু, তালা উপজেলার সাধারন সম্পাদক শফিউর রহমান প্রমুখ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জোহর আলী
বক্তারা বলেন, সাতক্ষীরা একটি কুচক্রী মহল আমাদেরকে আলাদা করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে । আমরা এক থাকলে তারা আমাদের কিছু করতে পারবেনা। কোথা থেকে ভুয়া কাগজপত্র এনে কয়েকজন নিজেদেরকে নেতা দাবী করছে। যিনি জেলা শ্রমিকলীগের সদস্য সচিব দাবী করছে তিনি নিজেই জেলা আওয়ামীগীগের সদস্যই না। আমরা তাদের থেকে সাবধান থাকবো। আগামীত জেলা সম্মেলনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহবান জানান।

