সমাজের আলো : সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার (২২ জুন) সাতক্ষীরা সাংবাদিক ঐক্য কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে। বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, ইনডিপেনডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, ডিবিসি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি এম জিললুর রহমান, সাতক্ষীরা ভিশনের প্লানিং এডিটর জুবায়ের মোস্তাফিজ, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মারুফ আহমেদ খান শামিম, কোষাধ্যক্ষ রিজাউল ইসলাম বাবলু প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সংঞ্চালনা করেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রেণি বিভক্ত সমাজে নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রতিচ্ছবি মানুষের সামনে তুলে ধরেন সংবাদকর্মীরা। সেই সংবাদ কর্মীরা প্রতিনিয়ত রাজনৈতিক নেতা, চোরাকারবারি ও সরকারি আমলাদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি নানাভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন দ্বারা হয়রানী হচ্ছেন। অনতিবিলম্বে নির্যাতিত ওই সকল সংবাদকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবী জানান বক্তারা।
