আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরায় বিকাশ কেয়ারে সামাজিক দুরত্ব বজায় না রেখে জনসমাগম করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ ঘটনার পর থেকে এজেন্সির দায়িত্বে থাকা কর্মচারীরা অনিদিষ্টকালের জন্য বিকাশ গ্রাহকসেবা কার্যক্রম বন্দ করে দিয়েছে।
ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাহক গণ।
বিকাশের কয়েকশতাধীক গ্রাহকের মধ্যে সবাই প্রায় ছাত্র-ছাত্রী।
তারা তাদের উপবৃত্তি টাকা তোলার জন্য এবং কারো কারো পার্সওয়ার্ড কোড লক হওয়ায় যত্রতত্র বিকাশ এজেন্ট কর্তৃক টাকা না তুলতে পারায় চরম ভোগান্তিতে আছে।

