সমাজের আলোঃ সাতক্ষীরায় প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে এক সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় আহত কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম গোলাম কুদ্দুস (৫০)।

মঙ্গলাবার সকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

এ ঘটনায় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, অভিযোগকারী প্রতিবেশী মনি ও তার ভাবি রাজিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মৃত গোলাম কুদ্দুস চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের বাসিন্দা।

কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজ কিশোর পাল জানান, মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি একটি টেলিফোন পান। এ সময় বলা হয় চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে একটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরই তিনি হিজলদিতে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরও জানান, গোলাম কুদ্দুসের বিরুদ্ধে একটি নারীবিষয়ক অভিযোগ করেন তার প্রতিবেশী মনি ও তার ভাবি রাজিয়া খাতুন।

এই অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান মনিরুল ইসলামের নির্দেশে গোলাম কুদ্দুসকে নোটিশ করে ডেকে আনা হয়।

শুক্রবার গ্রাম আদালতে বিষয়টি নিষ্পত্তির জন্য সালিশ বৈঠকে বসে। এতে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান মনিরুল ইসলাম ও দুই চৌকিদার দিলীপ ও অশোক।

গ্রাম আদালতের বিচারে গোলাম কুদ্দুসকে দোষী সাব্যস্থ করে লাঠিসোটা দিয়ে মারপিট করেন চেয়ারম্যান ও তার সহযোগীরা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন গোলাম কুদ্দুস।

এসআই রাজ কিশোর আরও বলেন, গোলাম কুদ্দুস বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলাবার সকালে অবস্থার অবনতি হলে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে মারা যান তিনি।

এসআই রাজ কিশোর কলারোয়া হাসপাতালের এক প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে জানান, মৃত গোলাম কুদ্দুস দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য গোলাম কুদ্দুসের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক করা হয়েছে চেয়ারম্যান ও দুই অভিযোগকারীকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলারোয়া থানার ওসি মুনীর উল গীয়াস জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে প্রক্রিয়া চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *