সমাজের আলো : সাতক্ষীরা -খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মাছুদ সরদার (৫০) নামে একজন নিহত হয়েছে একই সাথে আহত হয়েছেন তার স্ত্রী শেফালী বেগম (৪২)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ত্রিশ মাইল সংলগ্ন বেসরকারী অগ্রগতি সংস্থার সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি বাগের হাট জেলার বাসিন্দা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন।
পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক সোলাইমান কবির জানান, আজ সন্ধার দিকে বাগেরহাট থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় মেয়ের বাসায় যাচ্ছিলেন ওই দম্পতি । পথিমধ্যে ত্রিশ মাইল নামক স্থানে আসলে সাতক্ষীরা থেকে আসা একটি কাঠের খাট বেঝাই ইজ্ঞিন ভ্যানের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাসুদ সরদার নিহত হন। এ সময় তার আহত স্ত্রীকে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, নিহতের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ইজ্ঞিন ভ্যান আটক করা হলেও চালকে আটক করা সম্ভব হয়নি।

