সমাজেরআলো : সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোরে সাতক্ষীরা খুলনা হাইওয়ের তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডে এঘটনা ঘটার পরে দুপুরের দিকে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।নিহত দুই গরু ব্যবসায়ী হলেন সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের কোমরউদ্দিন সরদারের ছেলে লাল্টু সরদার (২৮)। নিহত দুজনের মধ্যে ইয়াসিন আলী মারা যান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টু মারা যান খুলনা ২৫০ শয্যা হাসপাতালে।
সদর উপজেলার শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পরিবারের বরাত দিয়ে জানান, ইয়াসিন আলী ও লাল্টু সরদার পিক-আপে করে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাট জেলার ফকিরহাটে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *