আজহারুল ইসলাম সাদীঃ আগামী সপ্তাহ হতে প্রতি সোমবার এবং বুধবার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে সকাল ১১ টা থেকে আপিল এবং জামিন শুনানী সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল সূত্রে, জানা গেছে আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ২২ জুন থেকে সীমিত পরিসরে ম্যাজিস্ট্রেট আদালত চালু করার সীদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় আদালত প্রঙ্গণে সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করার আহ্বান করা হয়েছে।

