আজহারুল ইসলাম সাদীঃ করোনা ভাইরাস এর প্রার্দুভাবে যেখানে শহর নগর বন্দরের লকডাউন এর কারণে রাস্তা ফাঁকা । ঠিক সেই সুযোগ গ্রহণ করছে উঠতি বয়সের তরুনরা। ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা।২৬ মে হইতে ২৭ মে ভোর ৭ টা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে সড়ক দুর্ঘটনার রুগী এসেছেন ৫ জন। আহতদের মধ্যে ২ জন রুগী কে অন্য হাসপাতালে নিয়ে গেছেন তাদের আত্নীয়রা।জানা গেছে গভীর রাতে সাতক্ষীরা খুলনা সড়কের আঠার মাইল বাজারে পড়ে ছিল আহত একজন। তাকে পিকআপে করে নিয়ে আশাশুনি উপজেলা অভিমুখে যাওয়ার সময় অজ্ঞাত (৪৫) ব্যক্তি পথচারীরা সদর হাসপাতালে রেখে যান। আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।একই রাতে সদরের আলিপুর পুষ্পকাটি এলাকার ওয়াহেদ আলির ছেলে ইউনুস আলি (৩৫)মোটরসাইকেল আরোহী পিক-আপের সাথে সংঘর্ষ মারাত্মক আহত হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।বুধবার ২৭ মে ভোরে সদরের বৈকারী গ্রামের শামসুল বিশ্বাস এর ছেলে নজরুল বিশ্বাস (৩৫) নামে এক ভ্যান চালক লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট এর কাছে সড়ক দুর্ঘটনায় আহত হয়। ভ্যান চালক মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।অপর দিকে রাতে বাঁকাল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত আরো একজন অজ্ঞাত ব্যাক্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
