সমাজের আলোঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়েছেন সাতক্ষীরার অধিকাংশ ভাগই দিনজমুর, খেটে খাওয়া, অসহায়, দরিদ্র,রিকশা ও ভ্যানচালক মানুষগুলো এ অবস্থায় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার নিম্নআয়ের খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তারেক জিয়ার নির্দেশনায় সাতক্ষীরা জেলা ছাএদলের নেতারা। আজ (মঙ্গলবার) সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের কামানগর এলাকায় ৩০০ পরিবারের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড় করিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব জানান, তারেক জিয়ার নির্দেশে ও আফতাবুজ্জামান আফতাব এর সহযোগিতায় আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাদের কার্যক্রম আজ ৩২ দিন চলছে এবং আগামী দিনগুলোতে তাদের কার্যক্রম চলমান থাকবে।আরেক প্রশ্নের জবাবে সাতক্ষীরারা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন জানান,ছাএদলের অবিভাবক তারেক রহমানের দিক নির্দেশনায় সাতক্ষীরা জেলা ছাএদল সর্বদা অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন এবং আগামীতে ও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা ছাএদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব জেলা ছাএদলের সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন সহ অনেকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *