সমাজের আলো : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কুন্ডু তপন কমিশনের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে সকল পক্ষের আইনজীবীরা। মনোনয়নপত্র সরবরাহের ধার্য দিনে ৫৫ জন মনোনয়ন সংগ্রহ করেন। নির্বাচন কমিশনার এড. নাজমুন নাহার জানান, নির্ধারিত সময়ে সোমবার সাবেক সভাপতি ড. এড. রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২০টি, সাবেক সভাপতি এড. শাহ আলমের নেতৃত্বে ১০ টি এবং এড. রফিকুল ইসলামের নেতৃত্বে ১০ টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এছাড়া এড. তোজাম্মেল হোসেনসহ ব্যক্তিগতভাবে অনেকেসহ মোট ৫৫ জন মনোনয়ন সংগ্রহ করেন। এরমধ্যে বিবাদমান সকল পক্ষের আইনজীবীরা রয়েছেন বলে তিনি জানান। এড. নাজমুন নাহার আরো বলেন, আইনজীবী সমিতি বিজ্ঞ ব্যক্তিদের প্রতিষ্ঠান। নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব থাকলেও নির্বাচনের মাঠে সবাই অংশগ্রহণ করবেন। তা না হলে নেতৃত্ব থেকে ছিটকে পড়বেন। এজন্যই আজ সবগ্রুপই মনোনয়নপত্র সংগ্রহ করেছে।ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এড. কুন্ডু তপন কুমার বলেন, ৯ ফ্রেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিল, ১০ ফ্রেব্রুয়ারী বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ, ১৩ ফেব্রুয়ারী আপত্তি দাখিল ও নিষ্পত্তি, ১৪ ফ্রেব্রুয়ারী প্রত্যাহার এবং ঐ দিনই চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৪ ফ্রেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *