সমাজের আলো: সাতক্ষীরা ইসলামি হাসপাতালে একের পর এক অভিযোগ বের হচেছ। দিনের পর দিন রোগী আটকে টাকা আদায় করা হলেও রহস্যজনক কারণে স্বাস্থ্য বিভাগ নিরব রয়েছে।শহরে অসংখ্য ক্লিনিক গড়ে উঠেছে অনিয়ম ভাবে।ইসলামি হাসপাতাল কর্তৃপক্ষ রোগী গেলে তাকে আগে কয়েক প্রকার টেস্টর কাগজ ধরিয়ে দেন।কোন প্রয়োজন নেই এমন পরীক্ষার করতে বলেন।ইসলামি হাসপাতাল কসাই খানায় পরিণত হয়েছে।

