সমাজের আলো : সাতক্ষীরা শহরের ইসলামী হাসপাতালে চিকিৎসার অবহেলায় শিশু মৃ*ত্যুর ঘটনায় একটি তদন্ত টীম গঠন করা হয়েছে। তদন্ত টীম ঘটনার সাথে জড়িত ও নি*হত শিশুর পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। দ্রত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
তিন সদস্য তদন্ত টীমে রয়েছেন সাতক্ষীরা সদর পরিবার ও পরিকল্পনা কর্মকর্ত, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃজয়ন্ত সরকার ও অপর একজন ডাক্তার।
আলোচিত ইসলামী হাসপাতালের সামনে বহু ডাক্তারের নাম দিয়ে সাইবোর্ড টানানো রয়েছে। কিন্ত সময় মত কোন ডাক্তারকে পাওয়া যায়না। চিকিৎসার আড়ালে চলছে ডাকাতি কারবার। এক শিশুকে হ*ত্যার অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে। এ নিয়ে তদন্ত টীম গঠন করা হলো।।
