কালিগঞ্জ প্রতিনিধিঃ-“বানের জলে ভাসি ডুবি,শুনতে কি পাও আর্তনাদ, বেঁচে থাকার জন্য মোরা চাই টেকসই বেড়ি বাঁধ”বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা সাতক্ষীরা উপকূলীয় মানুষের প্রাণের দাবি-নিরাপদ বেড়িবাঁধ চাই। ‘জোড়াতালির বাঁধ নয়-নিরাপদ বেড়িবাঁধ চাই।’ ‘ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই’—এমন স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুনে ছেয়ে যেতে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।এগুলো নিছক স্লোগান বা অন্য দশটা দাবির মতো সাধারণ কোনো দাবি নয়। বাংলাদেশের মানুষের যেমন সংবিধান প্রদত্ত বা রাষ্ট্রের মূল দলিলে মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ রয়েছে। তেমন সামাজিকভাবে ও মানুষ জন্মের গ্রহণের পর থেকে রাষ্ট্রপ্রদত্ত কিছু সুযোগ-সুবিধা প্রাপ্যতা নিশ্চিত করা জরুরী। এটি হচ্ছে মানুষের জীবন-জীবিকা রক্ষার দাবি, নূন্যতম সুযোগ সুবিধা নিয়ে বেঁচে থাকার দাবি। উপকূল আর উপকূলে বসবাসকারী মানবসন্তান, জীব-বৈচিত্র্য এবং সম্পদ রক্ষার দাবি। এসব দাবি পূরণ হতে পারে শুধুমাত্র একটি টেকসই বাঁধ নির্মাণ করার মধ্য দিয়েই।আমরা একটা বিষয় দেখি, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখনই উপকূলের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সেই সাহায্য হচ্ছে সাময়িক প্রতিষেধক। অর্থাৎ ত্রাণ সামগ্রী, নগদ অর্থ, ঘর মেরামতের জন্য নূন্যতম সংখ্যক ঢেউটিন—এরকম আরো অনেক সাহায্য। কিন্তু ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বিশেষ করে বেড়িবাঁধ ভেঙে জনপদের পর জনপদকে মাসের পর মাস সমুদ্রের নোনা পানি ভাসিয়ে রাখে, উপকূলের মানুষের জীবনকে অনিয়শ্চয়তার দিকে ঠেলে দেয়, সেই অনিয়শ্চয়তা থেকে বেরিয়ে আসতে, ঘুরে দাঁড়াতে, নতুন করে জীবনকে সাজাতে মানুষ কি সাময়িক ত্রাণ চায়? নাকি স্থায়ী প্রতিষেধক চায়? আমার মনে হয়, মানুষ স্থায়ী সমাধানই চায়। আর এই স্থায়ী সমাধান হচ্ছে একটি শক্তিশালী, টেকসই ও জলোচ্ছ্বাস প্রতিরোধে সক্ষম উঁচু ও মজবুত বেড়িবাঁধ। কিন্তু বারবার তাদের এই দাবিটিই উপেক্ষিত হয়ে আসছে। যার ফলে তাদেরকে প্রতিবারই ঘুর্ণিঝড়ের সময় চরম মূল্য দিতে হয় নিঃস্ব হয়ে।উল্লেখ্য এবারের ঈদের ছুটিতে সাতক্ষীরার উপকূল অঞ্চলের মানুষের সাথে কথা বলার সুযোগ তৈরি হয়েছিল। এ সময় উপকূলে অঞ্চলের বসবাসরত জাহানারা বেগম ও মফিজ উদ্দিন গাজী দম্পতি জানান, আমাদের এই অঞ্চলে বসবাস প্রায় দুই যুগ ধরে। ঘূর্ণিঝড় আর প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে এই ২৫ টি বছর কাটিয়ে দিয়েছি কখনো নিরাপদ পানি সুবিধা পায়নি, আজও পর্যন্ত একই সাথে টেকসই বেড়ি বাঁধ তো দূরের কথা। শুধু আশ্বাস পেয়েছি যে হবে! এই দুর্যোগ শেষ হলে হবে, কিন্তু সেই দিনের পর দিন এভাবেই কেটে গেছে। তাই এখন আমাদেরই একটাই দাবি টেকসই বেড়ি বাঁধ ও বিশুদ্ধ পানি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *