সমাজের আলোঃ বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা অব্যাহত রেখেছে জেলা পুলিশ।উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্র নিয়ে আসা হচেছ। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইলতুৎ মিশ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ জামিরুল ইসলাম কার্যক্রম পরিচালনা করছে।
সহযোগিতা করছে ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা । পুলিশ শ্যামনগরের দূর্যোগ প্রবণ এলাকার ” সুপার সাইক্লোন আমফান” মোকাবেলা করার লক্ষ্যে পদ্মপুকুর,রমজান নগর, আটুলিয়া,মুন্সিগঞ্জ, কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী এলাকার ১০,০০০ (দশ হাজার) মানুষকে আশ্রয় কেন্দ্রে আনায়ন করা হয়েছে। এখনো কার্যক্রম চলমান রয়েছে।
