সমাজের আলো : করোনা ভাইরাস এর ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমন প্রতিরোধকল্পে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে একজন পাচারকারীসহ আরো ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন সম্পন্ন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্র জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে অবৈধ গমনাগমন নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজিবি এর পক্ষ হতে সীমান্তে সর্বদা কঠোর নজরদারী এবং টহল তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কাকডাংগা ও মাদরা বিওপি’র সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ৩ জন বাংলাদেশী নাগরিক এবং ভোমরা বিওপি’র সীমান্ত হতে ১ জন মানব পাচারকারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।আটককৃত পাচারকারী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার দক্ষিণ লক্ষ্মীদাড়ী গ্রামের তারকের স্ত্রী আঙ্গুর বালা (৫৫)। অবৈধভাবে দেশে প্রবেশকারীরা হলেন কলারোয়ার বামনখালী গ্রামের মোঃ রাকিবুল গাজীর স্ত্রী মোছাঃ লতা বিবি (২৫), একই উপজেলার উত্তর সোনাবাড়িয়া গ্রামের লালজি শর্মার স্ত্রী মোছাঃ হালিমা বেগম (২৬) এবং একই গ্রামের মোঃ ইয়াছিন আলীর স্ত্রী মোছাঃ নাছিমা খাতুন (২৪)।এদিকে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্র আরো জানায়, বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কলারোয়া থানাধীন সীমান্ত এলাকার সোনাই নদীতে মাছ ধরা, গোসল করা এবং সন্ধ্যা সাতটার পরে জনসাধারণের অবাধ চলাফেরা ও দোকান পাট বন্ধ রাখার বিষয়টি বিজিবি কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে।বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

			