সমাজের আলো: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকা থেকে শাকদাহ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের নির্মাণ কাজ নিয়ে শুরু হয়েছে তুঘলকি কারবার। এক বার সড়কে পিচ দেওয়া হয়, ১৫ দিন পর সেই পিচ তুলে আবার দেওয়া হয় নতুন পিচ। এভাবে চলছে দেড় বছর। এদিকে, এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা, বাড়ছে প্রাণহানির সংখ্যা। তবে সড়ক ও জনপদ বিভাগ এটিকে দুর্নীতি বলতে রাজি নন। সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সামনে ওভারব্রীজ থেকে শাকদাহ পর্যন্ত বর্তমানে সড়কের বিভিন্নস্থানের দেওয়া পিচ নতুন করে তুলে ফেলা হচ্ছে। খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মোজহার এন্টারপ্রাইজ সড়ক সংস্কারের কাজটি করছেন। সরেজমিনে গেলে সড়কের পিচ তুলে ফেলার ছবি ও ভিডিও ধারণে বাঁধা দেন ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা। এমনকি তাদের নাম পরিচয়ও গোপন করেন। স্থানীয় বাসিন্দা পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন জানান, সড়ক সংস্কারের সময় যেটুকু গর্ত করে বালু খোয়া দিয়ে টেম্পারিং করার কথা ঠিকাদারী প্রতিষ্ঠান সেটি দেয়নি। কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। সড়কে পিচ দেওয়ার কিছুদিন পরই দেখা যায় গর্ত হয়ে গেছে। তখন সেই পিচ তুলে আবার নতুন করে পিচ দেওয়া হচ্ছে। এভাবেই চলছে গত দেড় থেকে দুই বছর। ওভারব্রিজের উপর মোটর সাইকেল ভাড়াচালকদের স্ট্যান্ড। মোটর সাইকেল ভাড়া চালক সোহাগ হোসেন বলেন, আমি এই পর্যন্ত চার বার দেখলাম। গত দেড় বছরেও সড়কটির সংস্কার কাজ শেষ হয়নি। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরার প্রধান অফিস সহকারি রবিউল ইসলাম জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ২০.৫ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। ৮৯ কোটি টাকার কাজটি করছেন খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মোজহার এন্টারপ্রাইজ। ২০১৮ সালের ৩ মার্চ সংস্কার কাজ শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২১ সালের ৩১ মার্চ। ঠিকাদারী প্রতিষ্ঠান মোজহার এন্টারপ্রাইজের এক্সিকিউটিভ ডাইরেক্টর খোকন জানান, সড়কে কোন দুর্নীতি হয়নি। তবে শাকদাহ ও পাটকেলঘাটা এলাকায় একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে। তাই নতুন করে পিচ তুলে আবার দেওয়া হচ্ছে। গত তিন বছরে কয়েকবার দিয়েছি। অনেক সময় দেখা যায়, কিছু ত্রুটিপূর্ণ মাল চলে গেছে। সড়কটির সংস্কারের কাজ তদারকি করছেন সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের (সেকশান-১) সাব এসিট্যান্ট ইজ্ঞিনিয়ার মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, পিচ দেওয়া হচ্ছে আবার তোলা হচ্ছে এ ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না। এক জায়গায় বসে কথা বললে বোঝাতে পারতাম। আপনি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেন। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দীন আহম্মেদ জানান, ঠিকাদার একবার ওই জায়গাটুকু রিপিয়ার করেছে সেটি আমাদের কাছে যথাযথ মনে হয়নি। বার বার দিচ্ছে আর তুলছে বিষয়টি তেমন না। আমাদের পছন্দ হয়নি তাই আবার ঠিকাদারকে দিয়ে তুলে নতুন করে আবার দিতে বলেছি। নির্বাহী প্রকৌশলী বলেন, না এটাকে দুর্নীতি বলা যাবে না।

