সমাজের আলো : এক পরিবারের চার সদস্যকে অচেতন করে সব লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের জাহানাবাদ গ্রামে। আজ সকালে গ্রামবাসি তাদেরকে উদ্ধার করে।
জাহানাবাদ গ্রামের আয়ুব আলির পরিবারের সদস্যরা রাতে ঘুমিয়ে ছিল। রাতের যে কোন সময় ঘরে স্প্রে করে। এতে করে অচেতন হয় রাশিদা খতুন, মোসলেমা খাতুন,খাদিজা খাতুন ও আয়েশা খাতুন। দূবৃর্ত্তরা মটরসাইকেল,সোনার গহনাসহ নগদ টাকা নিয়ে যায়।

