শাহীন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি : তালায় সাতক্ষীরা জেলার উদ্যোগে সংগঠন ভালোবাসার মঞ্চ ভ্রাম্যমান চাউলের দোকান থেকে সুবিধা বঞ্চিত অসহায় দুস্থ মানুষ বিনামূল্যে
চাউল সংগ্রহ করেছেন এই ব্যতিক্রমধর্মী ভ্রাম্যমান চাউলের দোকান বসানো হয় তালা সদরের মাঝিয়াড়া বাজারে সোমবার ২ মে সন্ধ্যায়।

বাজার সূত্রে।ভালোবাসার মঞ্চ পক্ষ থেকে বাজারে প্রচার হয় সুবিধাবঞ্চিত হতদরিদ্র দের মাঝে আগামীকাল ঈদ উপলক্ষে জাদের চাউল ক্রয় করার ক্ষমতা নেই বিনামূল্যে চাউল বিতরণ করা হবে। পরবর্তীতে ব্যতিক্রমধর্মী ভ্রাম্যমান দোকান এর সন্ধান পেয়ে সংশ্লিষ্ট এলাকার নিম্নআয়ের মানুষ সারিবদ্ধ ভাবে পর্যায়ক্রমে চাউল সংগ্রহ করেন।

এদিকে চাউল নিতে আসা ভ্যান চালক আব্দুল আজিজ বলেন ঈদের দিন আমার ঘরে খাওয়ার মত কোন চাউল ছিল না ভালোবাসা মঞ্চের উদ্যোক্তাকে সালাম জানাই,ও জাকির হোসেন নামের দিনমজুর বলেন ব্যতিক্রমধর্মী এই দোকান থেকে ফ্রিতে চাল নিতে পেরে আগামীকাল ঈদের দিনটা ভালোভাবে কেটে যাবে।

মোখলেছুর রহমান নামের এক ব্যক্তি বলেন।
ভালোবাসার মঞ্চ নামের সংগঠনটি চাউল ফ্রিতে বিক্রয় করছেন রীতিমতো বিষয়টি ভাবিয়ে তুলেছে আমাদের।তাদের ব্যতিক্রমধর্মী মহৎ এ উদ্যোগ শত শত দরিদ্র মানুষের মুখে ঈদের দিন হাসি ফুটিয়ে তুলবে।
তালার শিবপুর গ্রামের নজরুল ইসলামের সুযোগ্য পুত্র আকরামুল ইসলাম এই ভালোবাসার মঞ্চের সভাপতি আকরামুল ইসলাম জানান।
যারা এখনো ঈদের জন্য চাউল কিনতে পারেনি তাদের জন্য এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় গ্রামের হতদরিদ্র দিনমজুর মানুষের মধ্যে ফ্রিতে চাউল দেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *