সমাজের আলো।।জমি নিয়ে বিরোধকে কেন্দ্রেকে শ্যামনগরে আব্দুল রাজ্জাক গাজী নামের একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভরুলিয়া ইউনিয়নে হাটতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
নিহত আব্দুর রাজ্জাক (৬০) শ্যামনগর উপজেলার হাটতলা গ্রামের বাসিন্দা।
শ্যামনগর উপজেলার ভরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল্লাহ জানান, ৩০ কাঠা জমি নিয়ে আব্দুল রাজ্জাক গাজী, তারভাই শাহাদাৎ গাজী ও প্রতিবেশি আয়জুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিসও হয়েছে। আজ সকালে আব্দুর রাজ্জাক ওই জমিতে ঘর বাঁধতে গেলে বিরোধের সূত্রপাত ঘটে। এ সময় আয়জুলের নেতৃত্বে তার লোকজন আব্দুল রাজ্জাককে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নিহত হয়।

