সমাজের আলো।।সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২৪ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এড. মো: আব্দুল জলিল-১ ও নির্বাচন কমিশনার যথাক্রমে এড. কুন্ড তপন কুমার, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. আনিছুর কাদির ময়না, এড. জিয়াউর রহমান স্বাক্ষরিত একপত্রে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্য/সদস্যাগণ বৃহৎ স্বার্থে এবং শান্তি স্থাপনের লক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের নির্বাচন স্থগিত করা হয়েছে। সাথে সাথে একই ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের নীচতলায় আগামী নির্বাচনের লক্ষে নির্বাচন সংক্রান্ত আলোচনার জন্য সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সাধারণ সভায় জেলা আইনজীবী সমিতির সকল সদস্য/সদস্যাগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

