সমাজের আলো : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের গেইট উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা আইনজীবি সমিতির আয়োজনে মঙ্গলবার দুপুরে আইনজীবি সমিতি থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জজ কোর্টের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. এম শাহ আলম, সহসভাপতি এড. গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, এড. এস এম হায়দার, এড. শেখ আব্দুস সাত্তার প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের জন্য একনেকে রাস্তা অনুমোদিত হলেও এখনও পর্যন্ত সেখানে জেলা প্রশাসনের পাঁকা পাঁচিল রয়েছে। এই পাঁকা পাচিলের কারনে আইনজীবিদের জীবনের ঝুকি নিয়ে সড়কের উপর দিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেতে হয়। বক্তারা এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সরসরি যাতায়াতের জন্য ওই পাচিল ভেঙে সেখানে গেইট ও রাস্তা করার জোর দাবী জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *