নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠত হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সদরের বিনেরপোতা খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কাবাডি খেলা উপভোগ করেন এবং বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক আশীষ কুমার মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“ অনেকটা হারাতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি। খেলাটি বাংলাদেশের জাতীয় খেলা হলেও সময়ের বিবর্তনে এ খেলার চর্চা বর্তমানে নেই বললেই চলে। এমন প্রেক্ষাপটে নতুন প্রজন্মের কাছে এ খেলার প্রচলন ও মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ফিরে পাবে নতুন রুপ।”
কাবাডি খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় রিশিল্পী সেন্টার স্কুল, সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়, বকচরা আহমাদিয়া দাখিল মাদরাসা, রাজনগর ইসলামিয়া দাখিল মাদরাসা, খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয় ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়। ফাইনাল খেলায় অংশ নেয় খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয় বনাম রিশিল্পী সেন্টার স্কুল। ফাইনাল খেলায় রিশিল্পী সেন্টার স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়।
জাতীয় এই খেলাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বারবার এমন আয়োজনের দাবি জানান খেলোয়াড় ও অতিথিরা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *