সমাজের আলো:-সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ২৪১ জন গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ চেক বিতরণ করা হয়। পরিষদের নিজস্ব তহবিলের ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক খাত থেকে এই অনুদান দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সংরক্ষিত সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

এসময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুল ইসলাম, আশাশুনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান,জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ২৪১ জন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ১৭ লাখ ৮৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ১৭৪২জনকে ১৯ লাখ টাকার ঈদ সামগ্রী প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *