সমাজের আলো : সাতক্ষীরা জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২১ জন বিভিন্ন মামলার আসামী আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা হতে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ০২ জন, কলারোয়া থানায় ০৪ জন, দেবহাটা থানায় ০১ জন, কালিগঞ্জ থানায় ০৩ জন, শ্যামনগর থানায় ১১ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতদের কাছ থেকে ২৬ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক কর্তৃক প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে আটককৃতরা সকলেই বিভিন্ন মামলার আসামী।

