রবিউল ইসলাম: সু‌দের টাকা না দি‌তে পে‌রে আত্মহত‌্যার পথ বে‌ঁচে নিল সাতক্ষীরা জেলার শ‌্যামনগর উপ‌জেলার মু‌ন্সিগঞ্জ ইউ‌নিয়‌নের পূর্ব কা‌লিনগর সরদার বাড়ীর গৌর পদ । ঘটনা‌টি যেমন মর্মা‌ন্তিক তেম‌নি লজ্জাজনক । সম্প্রতি সম‌য়ে প্রশাসন বি‌ভিন্ন অ‌নিয়ম দূর্নী‌তির বিরু‌দ্ধে ক‌ঠোর ভা‌বে অ‌ভিযান প‌রিচালনা কর‌ছে । কিন্তু সুদ‌খোর‌দের বিরু‌দ্ধে তেমন অ‌ভিযান প‌রিচালনা না করার কার‌নে তারা সু‌দের রাজত্ব কা‌য়েম কর‌ছে । শ‌্যামনগর উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নে সুদ খো‌রের ছড়াছ‌ড়ি । কোন প্রকার নিয়মনী‌তি না মে‌নে সরকা‌রের রাজস্ব ফাঁ‌কি দি‌য়ে সু‌দের ব‌্যবসা ক‌রে আঙ্গুল ফু‌লে কলা গাছ হ‌চ্ছে । এ সমস্ত সুদ‌ খোর‌দের ম‌ধ্যে নেই কোন ধর্ম , মায়া মমতা । মানুষ যখন নিরুপায় হ‌য়ে যায়‌ , ঠিক তখন সু‌দের টাকা নি‌তে বাধ‌্য হয়। আর এ সু‌যো‌গে সুদ‌খোর এক হাজার টাকা সু‌দে দি‌য়ে মা‌সে ১০০ থে‌কে ৩০০ টাকা আদায় ক‌রে । সু‌দের টাকা দি‌তে বিলম্ব হ‌লে সুদ‌খোররা অকথ‌্য ভাষায় গা‌লি গালাচ ক‌রে । তাদের হাত থে‌কে রক্ষা পাইনা প‌রিবা‌রের সদস‌্যরাও । সুদ‌ খোর‌দের নিকট থে‌কে সু‌দে টাকা নি‌তে হ‌লে ফাঁকা চেকের পাতা বা স্ট‌্যা‌ম্পে স্বাক্ষর ক‌রে দি‌তে হয় । সুদ‌ খোর‌দের সু‌দের টাকা বিলম্ব হ‌লে উক্ত চেক , স্ট‌্যাম্পে তাদের খেয়াল খু‌শি মত টাকার প‌রিমান ব‌সি‌য়ে মামলা দি‌য়ে নানা ভা‌বে হয়রানী ক‌রে । অ‌নে‌কে সু‌দের টাকার কার‌নে প‌রিবার প‌রিজন ছে‌ড়ে পা‌লিয়ে জীবন পার কর‌ছে । অ‌নে‌কে নিরুপায় হ‌য়ে আত্মহত‌্যার মত পথ বে‌চে নি‌চ্ছে । সুদ‌খোর‌দের তান্ড‌বের বিরু‌দ্ধে বি‌ভিন্ন পত্র প‌ত্রিকাসহ সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে বি‌ভিন্ন সংবাদ প্রকা‌শিত হ‌লেও তা‌দের বিরু‌দ্ধে তেমন কোন অ‌ভিযান প‌রিচালনা না করায় তারা পূ‌র্বের চে‌য়ে এখন গা ভা‌সি‌য়ে সু‌দের ব‌্যবসা প‌রিচালনা কর‌ছে । বর্তমা‌নে ক‌রোনা ভাইরা‌সের কার‌নে সক‌লে দি‌শেহারা । ঠিকমত খে‌তে পারছে না অ‌নেক প‌রিবার । উপর দি‌কে ঝড়, জলচ্ছাস আর বন‌্যা লেগে আ‌ছে । তার প‌রে সুদ খো‌রের অত‌্যাচার ।গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় প্রধান মন্ত্রী ‌দেশ থে‌কে দূ‌র্নিতী , অ‌নিয়ম মুক্ত করার দৃড় প্রত‌্যয় জ্ঞাপন ক‌রে‌ছেন । প্রতি‌নিয়ত দেখা যা‌চ্ছে প্রশাস‌নের অভিযানে বড় বড় রা‌ঘোব বোয়াল খাচায় ব‌ন্দি । তাহ‌লে গরীব , অসহা‌য়ের রক্ত চোষনকারী , সরকারী রাজস্ব ফাঁ‌কিবাজ সুদ‌খোররা কেন এর বাই‌রে যা‌বে । সাতক্ষীরা জেলার সু‌যোগ‌্য জেলা প্রশাসক ও পু‌লিশ সুপা‌রের নিকট অনু‌রোধ অ‌তি দ্রুত অ‌ভিযান প‌রিচালনার মাধ‌্যমে শ‌্যামনগর উপ‌জেলাতথা সাতক্ষীরা জেলাকে সুদ‌খোর মুক্ত কর‌লে সাতক্ষীরা জেলাবাসী আপনা‌দের নাম সারা জীবন ম‌নের ম‌নি কোটায় লি‌খে রাখ‌বে ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *