সমাজের আলো :  নানা বাঁধা পেরিয়ে এ পর্যন্ত আসতে হয়েছে। অনেক সময় খেলা বন্ধ করতে হয়েছে। সেইসব বাঁধা পেরিয়ে আমি আপনাদের সাবিনা। ১২ বছর ধরে কঠিন সংগ্রাম করে সাফ চ‍্যাম্পিয়ান ট্রফি ঘরে উঠেছে। পেয়েছি সেরা খেলোয়ারের পুরস্কার। দেশ ও আমার নিজ জেলা সাতক্ষীরার মা মাটির জন‍্য। আমাকে যে ভাবে সন্মান দেওয়া হলো এটি কখনও ভুলবো। কথা গুলো বলছিলেন সাফ চ‍্যাম্পিয়ান নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। সাতক্ষীরা জেলা প্রশাসনের দেওয়া এক সংবর্ধনা অনুষ্টানে এ কথা বলেন। শুক্রবার সাতক্ষীরায় ফিরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন সাবিনা খাতুন। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার দুপুরে এক সাবিনা খাতুন ও তার পরেবারের সদস্যদের সংবর্ধনা দেওেয়া হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুমায়ন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ক্রেষ্ট উপহার দেন সাতক্ষীরা ২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বক্তব্য রাখেন সাতক্ষীরা ক্রিড়া সংস্থার সহ সভাপতি আশরাফুজ্জান আশু, ক্রীড়া সংগঠক প্রিন্স, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ফিফা রিফারি তৈয়ব হাসান বাবু,প্রমুখ।


সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান,সাফ চ‍্যাম্পিয়ান দলের অধিনায়ক সাবিনা খাতুন তার ও পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সকল সময় তার পরিবারের পাশে থাগবে জেলা প্রশাসন। তিনি বলেন সাবিনার মাকে উপহার প্রদান করা হয়েছে। সাবিনা খাতুনকে এক লাখ টাকা উপহার প্রদান করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *