সমাজের আলো : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি: নং খুলনা- ৫৫০) ত্রি-বার্ষিক নির্বাচনের লক্ষে কার্যনির্বাহী পরিষদের পদের জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির অধীনে স্বতস্ফুর্তভাবে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে সভাপতি পদে মো. আরশাদ আলী গাজী খোকা, মীর মনিরুজ্জামান, মো. নজরুল ইসলাম ও মো. আবু তালেব। সহ সভাপতি পদে শেখ সালাউদ্দিন, মো. মুকুল হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. জহির গাজী ও শেখ রাশেদ আলী, সাধারণ সম্পাদক পদে মো. জাহিদুর রহমান, মো. জাকির হোসেন টিটু ও শেখ মামুনার রশিদ, যুগ্ম সম্পাদক পদে শেখ মোজাফ্ফার হোসেন, আসাদুর রহমান খান, আশরাফুজ্জামান, ফারুক হোসেন ও মহিদুল ইসলাম, সহ-যুগ্ম সম্পাদক পদে কামাল, ইব্রাহিম সরদার ও মো. সাজু আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে মিলন হোসেন, মিরাজুল ইসলাম ও নাজমুল বাহার, সহ-সাংগঠনিক পদে খন্দকার বদিউজ্জামান, মীর নাজমুল হায়াত, মো. মশিয়ার ও শামসুর রহমান, প্রচার সম্পাদক বাবু গোলদার, মো. মিন্টু, আবুল কালাম আজাদ, ইব্রাহিম রহমান পিন্টু, সাইফুল ইসলাম ও আবু জাফরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রাজিব হোসেন, শফিকুল ইসলাম, মোজাম্মেল হোসেন ও বাবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শমিমুর রহমান সাদ্দাম, আকরাম হোসেন, আব্দুর রহমান বাপ্পি, আজগার আলী ও মোখলেছুর রহমান, অফিস সম্পাদক পদে আক্তারুজ্জামান, কামরুল ইসলাম কবির, তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে শেখ হুমায়ুন কবির, আনিছুর রহমান। কার্যানির্বাহী পদে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. শেখ সাইদুর রহমান ও সদস্য সচিব এড. সাহেদুজ্জামান সাহেদ এবং সদস্য এড. রফিকুল ইসলাম (২) জানান, নির্বাচনে প্রার্থীদের যাচাই বাছাই আগামী ১৭ মার্চ (দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত)। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১৮ মার্চ। ২০ মার্চ প্রতিক বরাদ্দ এবং ভোট গ্রহন ২ এপ্রিল (সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।
