সমাজের আলো : ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি রুপার গহনা সহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ।
গতকাল সন্ধায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করে রুপার গহনা উদ্ধার করা হয় ।গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলা বৈকারী এলাকার বাবর আলী মোলার পুত্র আছাদুর রহমান (৩৫) ও সদরের ছয়ঘরিয়া গ্রামের মহিদুল মোলার পুত্র জিয়াউর ইসলাম (৪৫)।ডিবি পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় একটি চোরাকারবারি চক্র গহণা পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ অবস্থান করিতেছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের একটি বিশেষ টিম ঐ এলাকায় অভিযানে পাঁচ কেজি রুপার গহনা সহ ঐ দুই জনের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ ইয়াছিন আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক