সমাজের আলো :-সাতক্ষীরা ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে আন্তজেলা চর চক্রের চায়ের সদস্যকে গ্রেফতার করেছে। সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি চোরাই ভ্যান ও ৪,টি ব্যাটারি। আজ সাতক্ষীরা শহরের কুকরালি এলাকার দিলীপির গ্যারেজ থেকে মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুষকাটি গ্রামের মাসুদ রানা, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আলামিন হোসেন, নাথুরাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের সাগর হোসেন
সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর তারেক আজিজ জানান, পুলিশ গোপনে সংবাদ পান সাতক্ষীরা শহরের কুকরালি এলাকার দিলীপ কুমারের গ্যারেজে চোরাই ভ্যান বিক্রি হচ্ছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে এসআই দেবেন নেতৃত্বে অভিযান চালানো দিলীপ কুমারের গ্যারেজে। উদ্ধার করা হয়, দুটি ভ্যান ও চারটি ব্যাটারি। এ ঘটনায় সাতক্ষীরা সদর্থনে একটি মামলা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি সহ একাধিক অভিযোগ রয়েছে ।মামলাও রয়েছে একাধিক।
