সমাজের আলো : সাতক্ষীরা ডিবি পুলিশের হাজতখানায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় একজন দুই জনকে সাসপেন্ড করা হয়েছে । রবিবার বিকালে দুই জনকে সাসপেন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার ।এদিকে নিহতের ছেলে অভিযোগ করেছেন সাতক্ষীরা ডিবি পুলিশ তার পিতাকে পিটিয়ে হত্যা করেছে । ঘটনা ডাকতে আত্মহত্যার নাটক করা হচেছ ।

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের নিহত বাবুল সরদারের ছেলে আলমগীর হোসেন মানবজমিনকে জানান, শনিবার সকাল ১০ টার দিকে সাদা পোশাকে ৫\৬ জন ডিবি পুলিশ পরিচয়ে তাদের ঘরে ঢোকেন । এ সময় তাদের সাথে এক মহিলা ছিল। কিছু সময় পর ৫০ বোতল ফেনসিডিল নিয়ে ঘর থেকে বের হন। আটক করা হয় তার পিতাকে । তার পিতাকে হ্যান্ডক্যাপ লাগিয়ে গাড়িতে নিয়ে যান । তারা যাওয়ার সময় বাড়ি থেকে টাকা নিয়ে যায় । রবিবার সকালে জানতে পারেন তার পিতা মারা গেছেন । তিনি অভিযোগ করেন তার পিতাকে ডিবি পুলিশ পিটিয়ে হত্যা করেছে। এখন প্রচার দিচেছ তার পিতা আত্মহত্যা করেছে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইয়াছিন আলম জানান,শনিবার রাতে তাকে হাজতখানায় রাখা হয়। রবিবার সকালে অফিসে যেয়ে দৈখা যায় বাবুল সরদার কোমরে থাকা সুতা গলায় দিয়ে আত্মহত্যা করেছে। পরে ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন ও সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার জয়ন্ত সরকারের উপস্থিতিতে লাশ নামানো হয় ।সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ষ্পর্শকাতর ঘটনা। প্রাথমিক ভাবে এ ঘটনায় এএসআই শেখ সোহেল ও কনস্টেবল শরিফুলসহ দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *