সমাজের আলোঃ সাতক্ষীরা জেলা থেকে এক সাথে ৪৮ জন পুলিশ সদস্যকে বদলী করা হয়েছে। দীর্ঘদিন ধরে একই জেলায় ঘুরে ফিরে জেলার ৮ টি থানায় কর্মরত ছিলেন।বদলী করা হয়েছে ১৯ জন এস আই , এ এস আই ১২ জন ও ১৬ জন কনেস্টবলকে রয়েছে।বদলীর বিষয়টি পুলিশের একটি দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছেন।প্রসঙ্গত প্রথমবারের মত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান লটারি মাধ্যমে বদলীর নিয়ম চালু করেছেন। লটারির মাধ্যমে বদলি অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগ পুলিশ প্রশাসনের সুনাম আরো বৃদ্ধি পাবে ।
